BICE একটি নিয়মানুগ, সুগঠিত এবং সুশৃঙ্খল প্রতিষ্ঠান, যা ১০ বছরের
অভিজ্ঞতার সাথে সরকারি চাকরির প্রস্তুতি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার
লক্ষ্য অর্জনে প্রার্থীদের সাহায্য করেছে। পশ্চিমবঙ্গে সেরা WBCS এবং
অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি পান।
আপনি কি পশ্চিমবঙ্গে সেরা WBCS, ব্যাংক, PO, IBPS, CGL, SSC, UPSC অনলাইন
বা অফলাইন কোচিং এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট খুঁজছেন? যদি হ্যাঁ, তাহলে আর
দেখার দরকার নেই। গত ১০ বছর ধরে BICE শিক্ষার উত্তরাধিকার হল প্রায় ৮,০০০+
সফল শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া এবং তাদের প্রশিক্ষণ দেওয়া যারা
বর্তমানে বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের পদে কর্মরত।
Foundation কোর্স কেন এত গুরুত্বপূর্ণ যানতে নীচের লিঙ্ক এ ক্লিক করে ভিডিও দেখুন
আপনাদের সিলেবাস অনুযায়ী সমস্ত চ্যাপ্টার এর রেকর্ডেড ভিডিও এবং Pdf নোট এপ্লিকেশন এ নির্দিষ্ট কোর্সের মধ্যেই দেওয়া আছে। আপনারা যতবার খুশি সেগুলিকে দেখতে পারবেন। এই ক্লাস দেখে যদি কোন ডাউট থাকে তাহলে সেই ডাউট ক্লিয়ার এর জন্য নিচের রুটিন অনুযায়ী সমস্ত Teacher দের লাইভ ক্লাস পাবেন।
Live Doubt Clearing Class এর রুটিন সময়_সন্ধ্যা 7:30-8:30
এছাড়াও প্রতি সপ্তাহের রবিবার, আসন্ন পরীক্ষার লেভেল অনুযায়ী 100 নাম্বারের ফুল Mock Test সেট দেওয়া হবে, এটি আপনারা আপনাদের Mock Test ব্যাচে পাবেন এবং সেই সেটের Live সমাধান করানো হবে।
Mock Test সমাধান Class এর রুটিন সময়_রাত্রি 9:00
HS যোগ্যতায় LDA তে ঢুকে IAS স্কেল পর্যন্ত প্রোমোশন পাওয়া যায়।
যেহেতু নোটিফিকেশন বেরোনোর তিন দিনের মাথায় ফরম ফিলাপ শুরু হবে, আগস্ট মাস ধরে ফরম ফিলাপ চলবে, এবং আমাদের ধারণা নভেম্বর মাসে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে, আবার প্রিলিমিনারি পরীক্ষার পর মেইন পরীক্ষার জন্য খুব বেশি সময় দেয় না, তাই আপনাদেরকে প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউ এই তিনটেই একসাথে প্রস্তুতি নিতে হবে। সেই কারণে আমরা 3 in 1 কোর্স লঞ্চ করলাম। আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে সফল করার, এবং আপনাদের কেও চেষ্টা করতে হবে সফল হওয়ার।
এডমিশন সংক্রান্ত টেকনিক্যাল বিষয়ে যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের টেকনিশিয়ানের নাম্বারে যোগাযোগ করবেন। ( Chief technician 9614325159* )
কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে বা অন্য কোন অফিসিয়াল প্রয়োজনে অবশ্যই আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করুন। 9339346051 // 9932026688
আপনার সর্বাঙ্গীণ উন্নতি কামনায়
Aloke Ranjan Biswas
Biswas' Institute, Burdwan, WB.
Kolkata High Court এ 6 বছর পর স্বপ্নের চাকরী LDA to IAS, 7 টা প্রমোশন।
সামনেই PSC ক্লার্কশিপ পরীক্ষা।
#WBPSC_Clerkship_Exam 2025-26
এই পরীক্ষায় সফল হতে চাইছেন?
কিন্তু কিভাবে প্রস্তুত করবেন নিজেকে?
গভীর চিন্তায় আছেন ?
হয়তো সবকিছু ভুলে বসে আছেন। অংক, ইংরেজি সিলেবাস দেখলেই গায়ে জ্বর আসে।এগুলো নতুন করে ফিরে পেতে এখন কোন কোচিং সেন্টারে যাবেন,
কোথায় গেলে আপনার সময় এবং অর্থ নষ্ট হবে না বুঝতে পারছেন না?
তাহলে শেষ পর্যন্ত পড়ুন, আশা করি কিছুটা সমাধান পাবেন।
দেখুন পৃথিবীর কোন কোচিং সেন্টারই ভালো বা খারাপ নয়, এটা বেশিরভাগটা নির্ভর করে আপনার উপর। আপনার নিজস্ব প্রচেষ্টাতেই আপনি সফল হতে পারেন।
এবং সেক্ষেত্রে
আপনাকেই সিলেবাস খুঁজতে হবে,
কোনগুলো পড়বেন এবং কোনগুলো বাদ দেবেন সেগুলো আপনাকেই বুঝতে হবে,
নোটপত্র আপনাকেই জোগাড় করতে হবে,
প্রতিটা প্রশ্নের সমাধান আপনাকেই জোগাড় করতে হবে।
এর পরেও
সম্পূর্ণ পড়াশোনা আপনাকেই করতে হবে,
সমস্ত কষ্ট আপনাকেই সহ্য করতে হবে।
আপনজনের অবহেলা আপনাকেই হজম করতে হবে।
আপনার সামনের হাজার বাধা আপনাকেই বুক দিয়ে ঠেলে সরাতে হবে।
এক কথায় আপনার ব্যক্তিগত জীবনের সমস্ত প্রতিকূলতা আপনাকেই জয় করতে হবে।
তবে এটাও ঠিক
এখন চাইলেই আপনি সোশ্যাল মিডিয়াতে সবকিছু পেতে পারেন,
কটা স্মার্ট ফোন হাতে থাকলেই গোটা পৃথিবী আপনার হাতের মধ্যে এ কথা সত্য,
চাইলেই আপনি ইউটিউব এ খুঁজে খুঁজে কোয়ালিটি টিচার এবং তাদের পড়ানো সব কিছু পেতে পারেন, কিন্তু তাতে অনেকটা সময় ব্যয় হয়ে যাবে।
যখন আপনি একটা কোচিং সেন্টারের শরণাপন্ন হবেন তখন সাজানো গোছানো জিনিসটা আপনার সামনে পাবেন। আপনাকে শুধু সেগুলো হজম করতে হবে।
ভারতবর্ষের অনেক কোচিং সেন্টার আপনাকে অনেক কিছু দেবে। আমি সেই বিষয়ের তর্কে বা প্রতিদ্বন্দিতায় যাচ্ছি না, কারন আমাদের প্রতিদ্বন্দ্বিতা আপনার জীবনের অনেক সময় নষ্ট করে দিতে পারে।
কোচিং সেন্টার শুধুমাত্র আপনাকে সঠিক রাস্তা দেখাবো কিন্তু সেই রাস্তায় আপনাকেই হাঁটতে হবে।
আপনি যদি আমাদের সাথে প্রস্তুতি নিতে চান তাহলে,
আপনি আমাদের কাছ থেকে অর্থাৎ বিশ্বাস ইনস্টিটিউট এর কাছ থেকে কি কি পেতে পারেন সে বিষয়ে আমি আপনাকে জানাচ্ছি
Biswas' Institute
সমস্ত সাবজেক্টের সমস্ত চ্যাপ্টার প্রি রেকর্ডেড ক্লাস হিসেবে পাবেন।
এই ক্লাস দেখে যদি আপনার কোন প্রশ্ন থাকে বা ডাউট থাকে তাহলে সেই ডাউট ক্লিয়ার করার জন্য সমস্ত সাবজেক্টের সমস্ত টিচারকে নির্দিষ্ট সময় অন্তর লাইভ ক্লাসে সরাসরি আলোচনা করতে পারবেন।
আপনাকে পুরো দমে প্রস্তুতি দিতে প্রত্যেক সপ্তাহে সমস্ত বিষয় মিলে 100টি প্রশ্নের কোয়ালিটি প্রাকটিস সেট দেওয়া হবে, সেই সঙ্গে একটি স্যাম্পেল OMR কপিও দেওয়া হবে, যাতে করে আপনি বাড়িতে বসেই OMR Sheet এ পরীক্ষা দেওয়ার সম্পূর্ণ অনুভূতি উপলব্ধি করতে পারেন।
এই প্র্যাকটিস সেটের যে প্রশ্নগুলি আটকে যাবে সেগুলির সম্পূর্ণ লাইভ সমাধান সপ্তাহে চার দিন রাত 9 টা থেকে দেওয়া হবে।
যদি কোনো কারণে আপনি লাইভ ক্লাস মিস করে যান তাহলে তার রেকর্ডিং ক্লাস ও 1 ঘণ্টার মধ্যে পেয়ে যাবেন।
ভর্তি হওয়া থেকে শুরু করে ক্লাস করা পর্যন্ত যেকোন রকম টেকনিক্যাল সমস্যা হলে ইনস্ট্যান্ট টেকনিক্যাল সাপোর্ট পাবেন।
কোন রকম অফিসিয়াল দরকার থাকলে সকাল 9 টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত ওভার ফোনে এবং এর পরে দরকার হলে হোয়াটসঅ্যাপ msg এ সম্পূর্ণ সহযোগিতা পাবেন।
কোর্স ফিজ অবশ্যই আপনার সাধ্যের মধ্যে থাকবে।
Course Validity 12 Months Course Fees Rs. 2999/-
এই একটি কোর্স ভালোভাবে কমপ্লিট করলে WBP/KP, Food SI, SLST PT, PSC Miscellaneous, WBCS Prelims পরীক্ষার ক্ষেত্রেও সম্পূর্ণ বেনিফিট পাবেন।
আপনি চাইলে আমাদের ইনস্টিটিউটে এসেও অন্যান্য ব্যাচের ছাত্র-ছাত্রীদের সঙ্গে স্ব শরীরে OMR Sheet এ Mock Test দেওয়ার প্রকৃত অনুভূতি পেতে পারেন। আমাদের অফলাইন মকটেস্ট কেমন হয় সেটা ইউটিউবে দেখতে পারেন। নিচের লিংকে ক্লিক করে।
https://youtube.com/shorts/QtaoC5w57RE?feature=share
আমাদের সাথে যোগাযোগের মাধ্যম
বিশ্বাস ইনস্টিটিউট,
পূর্বাশা সিটি (আলীশা বাস স্ট্যান্ডের উল্টো দিকে)
পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ।
Office : 9339346051 // 9932026688
You Tube 1 : https://www.youtube.com/@BICEBurdwan
You Tube 2 : https://www.youtube.com/@BICE_Math_Pagla
Google Map : https://maps.app.goo.gl/8WYCoheSrfaiPXN8A
Website : https://www.biswasinstitute.in
Our Learning App : https://play.google.com/store/apps/details?id=com.qmzrbs.xjnsjd
NB: আমাদের সমস্ত Course Online ও Offline দুটো মোডেই হয়।
নিজের ক্ষমতাকে বিশ্বাস করুন, আপনার বাবা মা, শিক্ষক এবং গুরুজনের প্রতি শ্রদ্ধা রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, আর নিজের সর্বস্ব দিয়ে নিষ্ঠার সাথে চেষ্টা করে যান, আজ না হয় কাল অবশ্যই সফল হবেন। একদিনে হবে না কিন্তু একদিন নিশ্চিত হবে। আপনার ভাগ্যে যদি সফলতা নাও থাকে তাহলেও আপনার ঈশ্বর নীচে নেমে এসে আপনার ভাগ্য পরিবর্তন করে দিয়ে যাবেন, এটা আমি মনে প্রানে বিশ্বাস করি।
@ অলোক রঞ্জন বিশ্বাস, বিশ্বাস ইনস্টিটিউট।
নিয়োগ পদ্ধতিঃ- WBCS অফিসার নিয়গের পক্রিয়া প্রধানত তিনটি ধাপে বা পর্যায়ে অনুষ্ঠিত হয়।
যথাঃ-
WBCS প্রিলিমিনারি পরীক্ষা ২০০ নম্বরের হয়ে থাকে এবং মোট ৮টি বিষয় থেকে প্রশ্ন আসে, প্রশ্নগুলি MCQ টাইপ হয়ে থাকে ও
একটি প্রশ্নের ৪টি করে বিকল্প উত্তর দেওয়া থাকে। নীচে আরও বিস্তারিতভাবে দেওয়া হল-
বিষয় | প্রশ্ন সংখ্যা | প্রশ্নের মান |
ইংরেজি | ২৫ | ২৫ |
বিজ্ঞান | ২৫ | ২৫ |
কারেন্ট অ্যাফেয়ার্স | ২৫ | ২৫ |
ইতিহাস | ২৫ | ২৫ |
ভারতের স্বাধীনতা সংগ্রাম | ২৫ | ২৫ |
ভূগোল | ২৫ | ২৫ |
ভারতীয় অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান | ২৫ | ২৫ |
অঙ্ক ও রিজনিং | ২৫ | ২৫ |
মোট | ২০০ | ২০০ |
প্রশ্নের ধরণঃ MCQ
মোট প্রশ্ন সংখ্যাঃ ২00
মোট নম্বরঃ ২০০
পরীক্ষার সময়সীমাঃ ২ ঘণ্টা ৩০ মিনিট
প্রতিটি প্রশ্নের মানঃ ১নম্বর
নেগেটিভ মার্কিং : ৩টি ভুলের জন্য ১ নম্বর কাটা হবে
WBCS ওরিয়েন্টেড লাইভ ক্লাস
ক্লাসের সময় - সন্ধ্যা 7-8 pm
রবিবার - ইংলিশ(বিল্টু স্যার) [অবজেক্টিভ + ডেসক্রিপটিভ]
সোমবার - অঙ্ক(মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহ)
বুধবার - জেনারেল স্টাডিজ
এছাড়াও পরীক্ষা অনুযায়ী pdf প্রাক্টিস সেট দেওয়া হবে প্রতি সপ্তাহের বৃহঃবার (সন্ধ্যা 7 টা) আপনাদের Practice ব্যাচে। এবং সেই সেটের সমাধান করানো হবে রাত 9 টা থেকে নিচের রুটিন অনুযায়ী।
শনিবার - অঙ্ক
বুধবার - GI
বৃহঃবার - GK
শুক্র বার -ENGLISH
এই পরীক্ষায় সফল হতে চাইছেন?
• কিন্তু কিভাবে প্রস্তুত করবেন নিজেকে?
• গভীর চিন্তায় আছেন ?
• হয়তো সবকিছু ভুলে বসে আছেন। অংক, ইংরেজি সিলেবাস দেখলেই গায়ে জ্বর আসে।এগুলো নতুন করে ফিরে পেতে এখন কোন কোচিং সেন্টারে যাবেন,
কোথায় গেলে আপনার সময় এবং অর্থ নষ্ট হবে না বুঝতে পারছেন না?
তাহলে শেষ পর্যন্ত পড়ুন, আশা করি কিছুটা সমাধান পাবেন।
• দেখুন পৃথিবীর কোন কোচিং সেন্টারই ভালো বা খারাপ নয়, এটা বেশিরভাগটা নির্ভর করে আপনার উপর। আপনার নিজস্ব প্রচেষ্টাতেই আপনি সফল হতে পারেন।
এবং সেক্ষেত্রে
আপনাকেই সিলেবাস খুঁজতে হবে,
কোনগুলো পড়বেন এবং কোনগুলো বাদ দেবেন সেগুলো আপনাকেই বুঝতে হবে,
নোটপত্র আপনাকেই জোগাড় করতে হবে,
প্রতিটা প্রশ্নের সমাধান আপনাকেই জোগাড় করতে হবে।
এর পরেও
• সম্পূর্ণ পড়াশোনা আপনাকেই করতে হবে,
• সমস্ত কষ্ট আপনাকেই সহ্য করতে হবে।
• আপনজনের অবহেলা আপনাকেই হজম করতে হবে।
• আপনার সামনের হাজার বাধা আপনাকেই বুক দিয়ে ঠেলে সরাতে হবে।
• এক কথায় আপনার ব্যক্তিগত জীবনের সমস্ত প্রতিকূলতা আপনাকেই জয় করতে হবে।
তবে এটাও ঠিক
• এখন চাইলেই আপনি সোশ্যাল মিডিয়াতে সবকিছু পেতে পারেন,
• একটা স্মার্ট ফোন হাতে থাকলেই গোটা পৃথিবী আপনার হাতের মধ্যে এ কথা সত্য,
• চাইলেই আপনি ইউটিউব এ খুঁজে খুঁজে কোয়ালিটি টিচার এবং তাদের পড়ানো সব কিছু পেতে পারেন, কিন্তু তাতে অনেকটা সময় ব্যয় হয়ে যাবে।
• যখন আপনি একটা কোচিং সেন্টারের শরণাপন্ন হবেন তখন সাজানো গোছানো জিনিসটা আপনার সামনে পাবেন। আপনাকে শুধু সেগুলো হজম করতে হবে।
• ভারতবর্ষের অনেক কোচিং সেন্টার আপনাকে অনেক কিছু দেবে। আমি সেই বিষয়ের তর্কে বা প্রতিদ্বন্দিতায় যাচ্ছি না, কারন আমাদের প্রতিদ্বন্দ্বিতা আপনার জীবনের অনেক সময় নষ্ট করে দিতে পারে।
• কোচিং সেন্টার শুধুমাত্র আপনাকে সঠিক রাস্তা দেখাবো কিন্তু সেই রাস্তায় আপনাকেই হাঁটতে হবে।
• আপনি যদি আমাদের সাথে প্রস্তুতি নিতে চান তাহলে, •
• আপনি আমাদের কাছ থেকে অর্থাৎ বিশ্বাস ইনস্টিটিউট এর কাছ থেকে কি কি পেতে পারেন সে বিষয়ে আমি আপনাকে জানাচ্ছি
Biswas' Institute
• সমস্ত সাবজেক্টের সমস্ত চ্যাপ্টার প্রি রেকর্ডেড ক্লাস হিসেবে পাবেন।
•এই ক্লাস দেখে যদি আপনার কোন প্রশ্ন থাকে বা ডাউট থাকে তাহলে সেই ডাউট ক্লিয়ার করার জন্য সমস্ত সাবজেক্টের সমস্ত টিচারকে নির্দিষ্ট সময় অন্তর লাইভ ক্লাসে সরাসরি আলোচনা করতে পারবেন
• আপনাকে পুরো দমে প্রস্তুতি দিতে প্রত্যেক সপ্তাহে সমস্ত বিষয় মিলে 100টি প্রশ্নের কোয়ালিটি প্রাকটিস সেট দেওয়া হবে, সেই সঙ্গে একটি স্যাম্পেল OMR কপিও দেওয়া হবে, যাতে করে আপনি বাড়িতে বসেই OMR Sheet এ পরীক্ষা দেওয়ার সম্পূর্ণ অনুভূতি উপলব্ধি করতে পারেন।
• এই প্র্যাকটিস সেটের যে প্রশ্নগুলি আটকে যাবে সেগুলির সম্পূর্ণ লাইভ সমাধান সপ্তাহে চার দিন রাত 9 টা থেকে দেওয়া হবে।
• যদি কোনো কারণে আপনি লাইভ ক্লাস মিস করে যান তাহলে তার রেকর্ডিং ক্লাস ও 1 ঘণ্টার মধ্যে পেয়ে যাবেন।
•ভর্তি হওয়া থেকে শুরু করে ক্লাস করা পর্যন্ত যেকোন রকম টেকনিক্যাল সমস্যা হলে ইনস্ট্যান্ট টেকনিক্যাল সাপোর্ট পাবেন।
• কোন রকম অফিসিয়াল দরকার থাকলে সকাল 9 টা থেকে রাত্রি 9 টা পর্যন্ত ওভার ফোনে এবং এর পরে দরকার হলে হোয়াটসঅ্যাপ msg এ সম্পূর্ণ সহযোগিতা পাবেন।
• কোর্স ফিজ অবশ্যই আপনার সাধ্যের মধ্যে থাকবে।
• Course Validity 12 Months • Course Fees Rs. 1500/-
• এই একটি কোর্স ভালোভাবে কমপ্লিট করলে WBP/KP, Food SI, SLST PT, PSC Miscellaneous, WBCS Prelims পরীক্ষার ক্ষেত্রেও সম্পূর্ণ বেনিফিট পাবেন।
• আপনি চাইলে আমাদের ইনস্টিটিউটে এসেও অন্যান্য ব্যাচের ছাত্র-ছাত্রীদের সঙ্গে স্ব শরীরে OMR Sheet এ Mock Test দেওয়ার প্রকৃত অনুভূতি পেতে পারেন। আমাদের অফলাইন মকটেস্ট কেমন হয় সেটা ইউটিউবে দেখতে পারেন। নিচের লিংকে ক্লিক করে।
https://youtube.com/shorts/QtaoC5w57RE?feature=share
আমাদের সাথে যোগাযোগের মাধ্যম
•বিশ্বাস ইনস্টিটিউট,
পূর্বাশা সিটি (আলীশা বাস স্ট্যান্ডের উল্টো দিকে)
পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ।
Office : 9339346051 // 9932026688
You Tube 1 : https://www.youtube.com/@BICE_Burdwan
You Tube 2 : https://www.youtube.com/@BICE_Math_Pagla
Google Map : https://maps.app.goo.gl/8WYCoheSrfaiPXN8A
Website : https://www.biswasinstitute.in
Our Learning App : https://play.google.com/store/apps/details?id=com.qmzrbs.xjnsjd
NB: আমাদের সমস্ত Course Online ও Offline দুটো মোডেই হয়।
নিজের ক্ষমতাকে বিশ্বাস করুন, আপনার বাবা মা, শিক্ষক এবং গুরুজনের প্রতি শ্রদ্ধা রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, আর নিজের সর্বস্ব দিয়ে নিষ্ঠার সাথে চেষ্টা করে যান, আজ না হয় কাল অবশ্যই সফল হবেন। একদিনে হবে না কিন্তু একদিন নিশ্চিত হবে। আপনার ভাগ্যে যদি সফলতা নাও থাকে তাহলেও আপনার ঈশ্বর নীচে নেমে এসে আপনার ভাগ্য পরিবর্তন করে দিয়ে যাবেন, এটা আমি মনে প্রানে বিশ্বাস করি।
@ অলোক রঞ্জন বিশ্বাস, বিশ্বাস ইনস্টিটিউট।
WBP/KP SI (Mains) 2025
• Preliminary পাস করার পরেও বারবার Mains এ Fail করে যাচ্ছেন?
• এই পরীক্ষায় সফল হতে চাইছেন?
• কিন্তু কিভাবে প্রস্তুত করবেন নিজেকে?
• গভীর চিন্তায় আছেন ?
• হয়তো সবকিছু ভুলে বসে আছেন। অংক, ইংরেজি সিলেবাস দেখলেই গায়ে জ্বর আসে।এগুলো নতুন করে ফিরে পেতে এখন কোন কোচিং সেন্টারে যাবেন,
কোথায় গেলে আপনার সময় এবং অর্থ নষ্ট হবে না বুঝতে পারছেন না?
তাহলে শেষ পর্যন্ত পড়ুন, আশা করি কিছুটা সমাধান পাবেন।
• দেখুন পৃথিবীর কোন কোচিং সেন্টারই ভালো বা খারাপ নয়, এটা বেশিরভাগটা নির্ভর করে আপনার উপর। আপনার নিজস্ব প্রচেষ্টাতেই আপনি সফল হতে পারেন।
এবং সেক্ষেত্রে
আপনাকেই সিলেবাস খুঁজতে হবে,
কোনগুলো পড়বেন এবং কোনগুলো বাদ দেবেন সেগুলো আপনাকেই বুঝতে হবে,
নোটপত্র আপনাকেই জোগাড় করতে হবে,
প্রতিটা প্রশ্নের সমাধান আপনাকেই জোগাড় করতে হবে।
এর পরেও
• সম্পূর্ণ পড়াশোনা আপনাকেই করতে হবে,
• সমস্ত কষ্ট আপনাকেই সহ্য করতে হবে।
• আপনজনের অবহেলা আপনাকেই হজম করতে হবে।
• আপনার সামনের হাজার বাধা আপনাকেই বুক দিয়ে ঠেলে সরাতে হবে।
• এক কথায় আপনার ব্যক্তিগত জীবনের সমস্ত প্রতিকূলতা আপনাকেই জয় করতে হবে।
তবে এটাও ঠিক
• এখন চাইলেই আপনি সোশ্যাল মিডিয়াতে সবকিছু পেতে পারেন,
• একটা স্মার্ট ফোন হাতে থাকলেই গোটা পৃথিবী আপনার হাতের মধ্যে এ কথা সত্য,
•চাইলেই আপনি ইউটিউব এ খুঁজে খুঁজে কোয়ালিটি টিচার এবং তাদের পড়ানো সব কিছু পেতে পারেন, কিন্তু তাতে অনেকটা সময় ব্যয় হয়ে যাবে।
• যখন আপনি একটা কোচিং সেন্টারের শরণাপন্ন হবেন তখন সাজানো গোছানো জিনিসটা আপনার সামনে পাবেন। আপনাকে শুধু সেগুলো হজম করতে হবে।
• ভারতবর্ষের অনেক কোচিং সেন্টার আপনাকে অনেক কিছু দেবে। আমি সেই বিষয়ের তর্কে বা প্রতিদ্বন্দিতায় যাচ্ছি না, কারন আমাদের প্রতিদ্বন্দ্বিতা আপনার জীবনের অনেক সময় নষ্ট করে দিতে পারে।
•• কোচিং সেন্টার শুধুমাত্র আপনাকে সঠিক রাস্তা দেখাবো কিন্তু সেই রাস্তায় আপনাকেই হাঁটতে হবে।
• আপনি যদি আমাদের সাথে প্রস্তুতি নিতে চান তাহলে, •
• আপনি আমাদের কাছ থেকে অর্থাৎ বিশ্বাস ইনস্টিটিউট এর কাছ থেকে কি কি পেতে পারেন সে বিষয়ে আমি আপনাকে জানাচ্ছি
Biswas' Institute
• সমস্ত সাবজেক্টের সমস্ত চ্যাপ্টার প্রি রেকর্ডেড ক্লাস হিসেবে পাবেন।
•এই ক্লাস দেখে যদি আপনার কোন প্রশ্ন থাকে বা ডাউট থাকে তাহলে সেই ডাউট ক্লিয়ার করার জন্য সমস্ত সাবজেক্টের সমস্ত টিচারকে নির্দিষ্ট সময় অন্তর লাইভ ক্লাসে সরাসরি আলোচনা করতে পারবেন
• আপনাকে পুরো দমে প্রস্তুতি দিতে প্রত্যেক সপ্তাহে সমস্ত বিষয় মিলে 100টি প্রশ্নের কোয়ালিটি প্রাকটিস সেট দেওয়া হবে, সেই সঙ্গে একটি স্যাম্পেল OMR কপিও দেওয়া হবে, যাতে করে আপনি বাড়িতে বসেই OMR Sheet এ পরীক্ষা দেওয়ার সম্পূর্ণ অনুভূতি উপলব্ধি করতে পারেন।
• এই প্র্যাকটিস সেটের যে প্রশ্নগুলি আটকে যাবে সেগুলির সম্পূর্ণ লাইভ সমাধান সপ্তাহে চার দিন রাত 9 টা থেকে দেওয়া হবে।
• যদি কোনো কারণে আপনি লাইভ ক্লাস মিস করে যান তাহলে তার রেকর্ডিং ক্লাস ও 1 ঘণ্টার মধ্যে পেয়ে যাবেন।
•ভর্তি হওয়া থেকে শুরু করে ক্লাস করা পর্যন্ত যেকোন রকম টেকনিক্যাল সমস্যা হলে ইনস্ট্যান্ট টেকনিক্যাল সাপোর্ট পাবেন।
• কোন রকম অফিসিয়াল দরকার থাকলে সকাল 9 টা থেকে রাত্রি 9 টা পর্যন্ত ওভার ফোনে এবং এর পরে দরকার হলে হোয়াটসঅ্যাপ msg এ সম্পূর্ণ সহযোগিতা পাবেন।
• কোর্স ফিজ অবশ্যই আপনার সাধ্যের মধ্যে থাকবে।
• Course Validity 1 year • Course Fees Rs. 1499/-
• এই একটি কোর্স ভালোভাবে কমপ্লিট করলে WBP/KP, Food SI, SLST PT, PSC Miscellaneous, WBCS Prelims পরীক্ষার ক্ষেত্রেও সম্পূর্ণ বেনিফিট পাবেন।
• আপনি চাইলে আমাদের ইনস্টিটিউটে এসেও অন্যান্য ব্যাচের ছাত্র-ছাত্রীদের সঙ্গে স্ব শরীরে OMR Sheet এ Mock Test দেওয়ার প্রকৃত অনুভূতি পেতে পারেন। আমাদের অফলাইন মকটেস্ট কেমন হয় সেটা ইউটিউবে দেখতে পারেন। নিচের লিংকে ক্লিক করে।
https://youtube.com/shorts/QtaoC5w57RE?feature=share
আমাদের সাথে যোগাযোগের মাধ্যম
•বিশ্বাস ইনস্টিটিউট,
পূর্বাশা সিটি (আলীশা বাস স্ট্যান্ডের উল্টো দিকে)
পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ।
Office : 9339346051 // 9932026688
You Tube 1 : https://www.youtube.com/@BICE_Burdwan
You Tube 2 : https://www.youtube.com/@BICE_Math_Pagla
Google Map : https://maps.app.goo.gl/8WYCoheSrfaiPXN8A
Website : https://www.biswasinstitute.in
Our Learning App : https://play.google.com/store/apps/details?id=com.qmzrbs.xjnsjd
NB: আমাদের সমস্ত Course Online ও Offline দুটো মোডেই হয়।
নিজের ক্ষমতাকে বিশ্বাস করুন, আপনার বাবা মা, শিক্ষক এবং গুরুজনের প্রতি শ্রদ্ধা রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, আর নিজের সর্বস্ব দিয়ে নিষ্ঠার সাথে চেষ্টা করে যান, আজ না হয় কাল অবশ্যই সফল হবেন। একদিনে হবে না কিন্তু একদিন নিশ্চিত হবে। আপনার ভাগ্যে যদি সফলতা নাও থাকে তাহলেও আপনার ঈশ্বর নীচে নেমে এসে আপনার ভাগ্য পরিবর্তন করে দিয়ে যাবেন, এটা আমি মনে প্রানে বিশ্বাস করি।
@ অলোক রঞ্জন বিশ্বাস, বিশ্বাস ইনস্টিটিউট।
• বারবার exam এ Fail করে যাচ্ছেন?
• এই পরীক্ষায় সফল হতে চাইছেন?
• কিন্তু কিভাবে প্রস্তুত করবেন নিজেকে?
• গভীর চিন্তায় আছেন ?
• হয়তো সবকিছু ভুলে বসে আছেন। অংক, ইংরেজি সিলেবাস দেখলেই গায়ে জ্বর আসে।এগুলো নতুন করে ফিরে পেতে এখন কোন কোচিং সেন্টারে যাবেন,
কোথায় গেলে আপনার সময় এবং অর্থ নষ্ট হবে না বুঝতে পারছেন না?
তাহলে শেষ পর্যন্ত পড়ুন, আশা করি কিছুটা সমাধান পাবেন।
• দেখুন পৃথিবীর কোন কোচিং সেন্টারই ভালো বা খারাপ নয়, এটা বেশিরভাগটা নির্ভর করে আপনার উপর। আপনার নিজস্ব প্রচেষ্টাতেই আপনি সফল হতে পারেন।
এবং সেক্ষেত্রে
আপনাকেই সিলেবাস খুঁজতে হবে,
কোনগুলো পড়বেন এবং কোনগুলো বাদ দেবেন সেগুলো আপনাকেই বুঝতে হবে,
নোটপত্র আপনাকেই জোগাড় করতে হবে,
প্রতিটা প্রশ্নের সমাধান আপনাকেই জোগাড় করতে হবে।
এর পরেও
• সম্পূর্ণ পড়াশোনা আপনাকেই করতে হবে,
• সমস্ত কষ্ট আপনাকেই সহ্য করতে হবে।
• আপনজনের অবহেলা আপনাকেই হজম করতে হবে।
• আপনার সামনের হাজার বাধা আপনাকেই বুক দিয়ে ঠেলে সরাতে হবে।
• এক কথায় আপনার ব্যক্তিগত জীবনের সমস্ত প্রতিকূলতা আপনাকেই জয় করতে হবে।
তবে এটাও ঠিক
• এখন চাইলেই আপনি সোশ্যাল মিডিয়াতে সবকিছু পেতে পারেন,
• একটা স্মার্ট ফোন হাতে থাকলেই গোটা পৃথিবী আপনার হাতের মধ্যে এ কথা সত্য,
•চাইলেই আপনি ইউটিউব এ খুঁজে খুঁজে কোয়ালিটি টিচার এবং তাদের পড়ানো সব কিছু পেতে পারেন, কিন্তু তাতে অনেকটা সময় ব্যয় হয়ে যাবে।
• যখন আপনি একটা কোচিং সেন্টারের শরণাপন্ন হবেন তখন সাজানো গোছানো জিনিসটা আপনার সামনে পাবেন। আপনাকে শুধু সেগুলো হজম করতে হবে।
• ভারতবর্ষের অনেক কোচিং সেন্টার আপনাকে অনেক কিছু দেবে। আমি সেই বিষয়ের তর্কে বা প্রতিদ্বন্দিতায় যাচ্ছি না, কারন আমাদের প্রতিদ্বন্দ্বিতা আপনার জীবনের অনেক সময় নষ্ট করে দিতে পারে।
•• কোচিং সেন্টার শুধুমাত্র আপনাকে সঠিক রাস্তা দেখাবো কিন্তু সেই রাস্তায় আপনাকেই হাঁটতে হবে।
• আপনি যদি আমাদের সাথে প্রস্তুতি নিতে চান তাহলে, •
• আপনি আমাদের কাছ থেকে অর্থাৎ বিশ্বাস ইনস্টিটিউট এর কাছ থেকে কি কি পেতে পারেন সে বিষয়ে আমি আপনাকে জানাচ্ছি
Biswas' Institute
• সমস্ত সাবজেক্টের সমস্ত চ্যাপ্টার প্রি রেকর্ডেড ক্লাস হিসেবে পাবেন।
•এই ক্লাস দেখে যদি আপনার কোন প্রশ্ন থাকে বা ডাউট থাকে তাহলে সেই ডাউট ক্লিয়ার করার জন্য সমস্ত সাবজেক্টের সমস্ত টিচারকে নির্দিষ্ট সময় অন্তর লাইভ ক্লাসে সরাসরি আলোচনা করতে পারবেন
• আপনাকে পুরো দমে প্রস্তুতি দিতে প্রত্যেক সপ্তাহে সমস্ত বিষয় মিলে 100টি প্রশ্নের কোয়ালিটি প্রাকটিস সেট দেওয়া হবে, সেই সঙ্গে একটি স্যাম্পেল OMR কপিও দেওয়া হবে, যাতে করে আপনি বাড়িতে বসেই OMR Sheet এ পরীক্ষা দেওয়ার সম্পূর্ণ অনুভূতি উপলব্ধি করতে পারেন।
• এই প্র্যাকটিস সেটের যে প্রশ্নগুলি আটকে যাবে সেগুলির সম্পূর্ণ লাইভ সমাধান সপ্তাহে চার দিন রাত 9 টা থেকে দেওয়া হবে।
• যদি কোনো কারণে আপনি লাইভ ক্লাস মিস করে যান তাহলে তার রেকর্ডিং ক্লাস ও 1 ঘণ্টার মধ্যে পেয়ে যাবেন।
•ভর্তি হওয়া থেকে শুরু করে ক্লাস করা পর্যন্ত যেকোন রকম টেকনিক্যাল সমস্যা হলে ইনস্ট্যান্ট টেকনিক্যাল সাপোর্ট পাবেন।
• কোন রকম অফিসিয়াল দরকার থাকলে সকাল 9 টা থেকে রাত্রি 9 টা পর্যন্ত ওভার ফোনে এবং এর পরে দরকার হলে হোয়াটসঅ্যাপ msg এ সম্পূর্ণ সহযোগিতা পাবেন।
• কোর্স ফিজ অবশ্যই আপনার সাধ্যের মধ্যে থাকবে।
• Course Validity 12 Months • Course Fees Rs. 1500/-
• এই একটি কোর্স ভালোভাবে কমপ্লিট করলে WBP/KP, Food SI, SLST PT, PSC Miscellaneous, WBCS Prelims পরীক্ষার ক্ষেত্রেও সম্পূর্ণ বেনিফিট পাবেন।
• আপনি চাইলে আমাদের ইনস্টিটিউটে এসেও অন্যান্য ব্যাচের ছাত্র-ছাত্রীদের সঙ্গে স্ব শরীরে OMR Sheet এ Mock Test দেওয়ার প্রকৃত অনুভূতি পেতে পারেন। আমাদের অফলাইন মকটেস্ট কেমন হয় সেটা ইউটিউবে দেখতে পারেন। নিচের লিংকে ক্লিক করে।
https://youtube.com/shorts/QtaoC5w57RE?feature=share
আমাদের সাথে যোগাযোগের মাধ্যম
•বিশ্বাস ইনস্টিটিউট,
পূর্বাশা সিটি (আলীশা বাস স্ট্যান্ডের উল্টো দিকে)
পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ।
Office : 9339346051 // 9932026688
You Tube 1 : https://www.youtube.com/@BICE_Burdwan
You Tube 2 : https://www.youtube.com/@BICE_Math_Pagla
Google Map : https://maps.app.goo.gl/8WYCoheSrfaiPXN8A
Website : https://www.biswasinstitute.in
Our Learning App : https://play.google.com/store/apps/details?id=com.qmzrbs.xjnsjd
NB: আমাদের সমস্ত Course Online ও Offline দুটো মোডেই হয়।
নিজের ক্ষমতাকে বিশ্বাস করুন, আপনার বাবা মা, শিক্ষক এবং গুরুজনের প্রতি শ্রদ্ধা রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, আর নিজের সর্বস্ব দিয়ে নিষ্ঠার সাথে চেষ্টা করে যান, আজ না হয় কাল অবশ্যই সফল হবেন। একদিনে হবে না কিন্তু একদিন নিশ্চিত হবে। আপনার ভাগ্যে যদি সফলতা নাও থাকে তাহলেও আপনার ঈশ্বর নীচে নেমে এসে আপনার ভাগ্য পরিবর্তন করে দিয়ে যাবেন, এটা আমি মনে প্রানে বিশ্বাস করি।
@ অলোক রঞ্জন বিশ্বাস, বিশ্বাস ইনস্টিটিউট।
এই পরীক্ষায় সফল হতে চাইছেন?
কিন্তু কিভাবে প্রস্তুত করবেন নিজেকে?
গভীর চিন্তায় আছেন ?
হয়তো সবকিছু ভুলে বসে আছেন। অংক, ইংরেজি সিলেবাস দেখলেই গায়ে জ্বর আসে।এগুলো নতুন করে ফিরে পেতে এখন কোন কোচিং সেন্টারে যাবেন,
কোথায় গেলে আপনার সময় এবং অর্থ নষ্ট হবে না বুঝতে পারছেন না?
তাহলে শেষ পর্যন্ত পড়ুন, আশা করি কিছুটা সমাধান পাবেন।
• দেখুন পৃথিবীর কোন কোচিং সেন্টারই ভালো বা খারাপ নয়, এটা বেশিরভাগটা নির্ভর করে আপনার উপর। আপনার নিজস্ব প্রচেষ্টাতেই আপনি সফল হতে পারেন।
এবং সেক্ষেত্রে
আপনাকেই সিলেবাস খুঁজতে হবে,
কোনগুলো পড়বেন এবং কোনগুলো বাদ দেবেন সেগুলো আপনাকেই বুঝতে হবে,
নোটপত্র আপনাকেই জোগাড় করতে হবে,
প্রতিটা প্রশ্নের সমাধান আপনাকেই জোগাড় করতে হবে।
এর পরেও
• সম্পূর্ণ পড়াশোনা আপনাকেই করতে হবে,
• সমস্ত কষ্ট আপনাকেই সহ্য করতে হবে।
• আপনজনের অবহেলা আপনাকেই হজম করতে হবে।
• আপনার সামনের হাজার বাধা আপনাকেই বুক দিয়ে ঠেলে সরাতে হবে।
• এক কথায় আপনার ব্যক্তিগত জীবনের সমস্ত প্রতিকূলতা আপনাকেই জয় করতে হবে।
তবে এটাও ঠিক
• এখন চাইলেই আপনি সোশ্যাল মিডিয়াতে সবকিছু পেতে পারেন,
• একটা স্মার্ট ফোন হাতে থাকলেই গোটা পৃথিবী আপনার হাতের মধ্যে এ কথা সত্য,
•চাইলেই আপনি ইউটিউব এ খুঁজে খুঁজে কোয়ালিটি টিচার এবং তাদের পড়ানো সব কিছু পেতে পারেন, কিন্তু তাতে অনেকটা সময় ব্যয় হয়ে যাবে।
• যখন আপনি একটা কোচিং সেন্টারের শরণাপন্ন হবেন তখন সাজানো গোছানো জিনিসটা আপনার সামনে পাবেন। আপনাকে শুধু সেগুলো হজম করতে হবে।
• ভারতবর্ষের অনেক কোচিং সেন্টার আপনাকে অনেক কিছু দেবে। আমি সেই বিষয়ের তর্কে বা প্রতিদ্বন্দিতায় যাচ্ছি না, কারন আমাদের প্রতিদ্বন্দ্বিতা আপনার জীবনের অনেক সময় নষ্ট করে দিতে পারে।
•• কোচিং সেন্টার শুধুমাত্র আপনাকে সঠিক রাস্তা দেখাবো কিন্তু সেই রাস্তায় আপনাকেই হাঁটতে হবে।
• আপনি যদি আমাদের সাথে প্রস্তুতি নিতে চান তাহলে, •
• আপনি আমাদের কাছ থেকে অর্থাৎ বিশ্বাস ইনস্টিটিউট এর কাছ থেকে কি কি পেতে পারেন সে বিষয়ে আমি আপনাকে জানাচ্ছি
Biswas' Institute
• সমস্ত সাবজেক্টের সমস্ত চ্যাপ্টার প্রি রেকর্ডেড ক্লাস হিসেবে পাবেন।
•এই ক্লাস দেখে যদি আপনার কোন প্রশ্ন থাকে বা ডাউট থাকে তাহলে সেই ডাউট ক্লিয়ার করার জন্য সমস্ত সাবজেক্টের সমস্ত টিচারকে নির্দিষ্ট সময় অন্তর লাইভ ক্লাসে সরাসরি আলোচনা করতে পারবেন
• আপনাকে পুরো দমে প্রস্তুতি দিতে প্রত্যেক সপ্তাহে সমস্ত বিষয় মিলে 100টি প্রশ্নের কোয়ালিটি প্রাকটিস সেট দেওয়া হবে, সেই সঙ্গে একটি স্যাম্পেল OMR কপিও দেওয়া হবে, যাতে করে আপনি বাড়িতে বসেই OMR Sheet এ পরীক্ষা দেওয়ার সম্পূর্ণ অনুভূতি উপলব্ধি করতে পারেন।
• এই প্র্যাকটিস সেটের যে প্রশ্নগুলি আটকে যাবে সেগুলির সম্পূর্ণ লাইভ সমাধান সপ্তাহে চার দিন রাত 9 টা থেকে দেওয়া হবে।
• যদি কোনো কারণে আপনি লাইভ ক্লাস মিস করে যান তাহলে তার রেকর্ডিং ক্লাস ও 1 ঘণ্টার মধ্যে পেয়ে যাবেন।
•ভর্তি হওয়া থেকে শুরু করে ক্লাস করা পর্যন্ত যেকোন রকম টেকনিক্যাল সমস্যা হলে ইনস্ট্যান্ট টেকনিক্যাল সাপোর্ট পাবেন।
• কোন রকম অফিসিয়াল দরকার থাকলে 9 AM - 6 PM পর্যন্ত ওভার ফোনে এবং এর পরে দরকার হলে হোয়াটসঅ্যাপ msg এ সম্পূর্ণ সহযোগিতা পাবেন।
• কোর্স ফিজ অবশ্যই আপনার সাধ্যের মধ্যে থাকবে।
• Course Validity 12 Months • Course Fees Rs. 2999/-
• এই একটি কোর্স ভালোভাবে কমপ্লিট করলে WBP/KP, Food SI, SLST PT, PSC Miscellaneous, WBCS Prelims পরীক্ষার ক্ষেত্রেও সম্পূর্ণ বেনিফিট পাবেন।
• আপনি চাইলে আমাদের ইনস্টিটিউটে এসেও অন্যান্য ব্যাচের ছাত্র-ছাত্রীদের সঙ্গে স্ব শরীরে OMR Sheet এ Mock Test দেওয়ার প্রকৃত অনুভূতি পেতে পারেন। আমাদের অফলাইন মকটেস্ট কেমন হয় সেটা ইউটিউবে দেখতে পারেন। নিচের লিংকে ক্লিক করে।
https://youtube.com/shorts/QtaoC5w57RE?feature=share
আমাদের সাথে যোগাযোগের মাধ্যম
•বিশ্বাস ইনস্টিটিউট,
পূর্বাশা সিটি (আলীশা বাস স্ট্যান্ডের উল্টো দিকে)
পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ।
Office : 9339346051 // 9932026688
You Tube 1 : https://www.youtube.com/@BICE_Burdwan
You Tube 2 : https://www.youtube.com/@BICE_Math_Pagla
Google Map : https://maps.app.goo.gl/8WYCoheSrfaiPXN8A
Website : https://www.biswasinstitute.in
Our Learning App : https://play.google.com/store/apps/details?id=com.qmzrbs.xjnsjd
NB: আমাদের সমস্ত Course Online ও Offline দুটো মোডেই হয়।
নিজের ক্ষমতাকে বিশ্বাস করুন, আপনার বাবা মা, শিক্ষক এবং গুরুজনের প্রতি শ্রদ্ধা রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, আর নিজের সর্বস্ব দিয়ে নিষ্ঠার সাথে চেষ্টা করে যান, আজ না হয় কাল অবশ্যই সফল হবেন। একদিনে হবে না কিন্তু একদিন নিশ্চিত হবে। আপনার ভাগ্যে যদি সফলতা নাও থাকে তাহলেও আপনার ঈশ্বর নীচে নেমে এসে আপনার ভাগ্য পরিবর্তন করে দিয়ে যাবেন, এটা আমি মনে প্রানে বিশ্বাস করি।
@ অলোক রঞ্জন বিশ্বাস, বিশ্বাস ইনস্টিটিউট।
এই পোস্টটি অনেক বছর পর পর আসে, সম্পূর্ণ রাজ্য সরকারের চাকরি। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ আইডিও একটি মাত্র লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত হয়। সাধারণ জ্ঞান থেকে 75 নাম্বারের 75 টি প্রশ্ন এবং অংক ও রিজনিং থেকে 25 নম্বরের 25 টি প্রশ্ন মিলে সর্বমোট 100 টি প্রশ্ন প্রশ্নের 100 নাম্বারের 90 মিনিটের লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় সফল হলে ইন্টারভিউ তে ডাক পাওয়া যায়।
Course Name : WB Primary TET (প্রাইমারী টেট) 2025 Validity : 1 year Course Fees 5000 4000 3000 1999/- এই কোর্স এর মধ্যে আপনারা পাবেন ---
• All Subjects (Live + Recording Class) Subject + Pedagogy
• Full pdf নোট
• Recorded Class এর Doubt Clearing Live Class
• Previous Year Question এর চুলচেরা বিশ্লেষণ,
• কমন যোগ্য প্রাকটিস সেট ও লাইভ সমাধান
• টেকনিক্যাল সাপোর্ট Admission নিলেই সমস্ত Recording Class + Note Open হয়ে যাবে বাকি Live Class শুরু হবে Notification দিলেই। #WB Primary_TET_Exam 2025
• এই পরীক্ষায় সফল হতে চাইছেন?
• কিন্তু কিভাবে প্রস্তুত করবেন নিজেকে?
• গভীর চিন্তায় আছেন ?
হয়তো সবকিছু ভুলে বসে আছেন। অংক, ইংরেজি সিলেবাস দেখলেই গায়ে জ্বর আসে।এগুলো নতুন করে ফিরে পেতে এখন কোন কোচিং সেন্টারে যাবেন, কোথায় গেলে আপনার সময় এবং অর্থ নষ্ট হবে না বুঝতে পারছেন না? তাহলে শেষ পর্যন্ত পড়ুন, আশা করি কিছুটা সমাধান পাবেন।
• দেখুন পৃথিবীর কোন কোচিং সেন্টারই ভালো বা খারাপ নয়, এটা বেশিরভাগটা নির্ভর করে আপনার উপর। আপনার নিজস্ব প্রচেষ্টাতেই আপনি সফল হতে পারেন। এবং সেক্ষেত্রে আপনাকেই সিলেবাস খুঁজতে হবে, কোনগুলো পড়বেন এবং কোনগুলো বাদ দেবেন সেগুলো আপনাকেই বুঝতে হবে, নোটপত্র আপনাকেই জোগাড় করতে হবে, প্রতিটা প্রশ্নের সমাধান আপনাকেই জোগাড় করতে হবে।
এর পরেও
• সম্পূর্ণ পড়াশোনা আপনাকেই করতে হবে,
• সমস্ত কষ্ট আপনাকেই সহ্য করতে হবে।
• আপনজনের অবহেলা আপনাকেই হজম করতে হবে।
• আপনার সামনের হাজার বাধা আপনাকেই বুক দিয়ে ঠেলে সরাতে হবে।
• এক কথায় আপনার ব্যক্তিগত জীবনের সমস্ত প্রতিকূলতা আপনাকেই জয় করতে হবে।
তবে এটাও ঠিক
• এখন চাইলেই আপনি সোশ্যাল মিডিয়াতে সবকিছু পেতে পারেন,
• একটা স্মার্ট ফোন হাতে থাকলেই গোটা পৃথিবী আপনার হাতের মধ্যে এ কথা সত্য,
•চাইলেই আপনি ইউটিউব এ খুঁজে খুঁজে কোয়ালিটি টিচার এবং তাদের পড়ানো সব কিছু পেতে পারেন, কিন্তু তাতে অনেকটা সময় ব্যয় হয়ে যাবে।
• যখন আপনি একটা কোচিং সেন্টারের শরণাপন্ন হবেন তখন সাজানো গোছানো জিনিসটা আপনার সামনে পাবেন। আপনাকে শুধু সেগুলো হজম করতে হবে।
• ভারতবর্ষের অনেক কোচিং সেন্টার আপনাকে অনেক কিছু দেবে। আমি সেই বিষয়ের তর্কে বা প্রতিদ্বন্দিতায় যাচ্ছি না, কারন আমাদের প্রতিদ্বন্দ্বিতা আপনার জীবনের অনেক সময় নষ্ট করে দিতে পারে।
•• কোচিং সেন্টার শুধুমাত্র আপনাকে সঠিক রাস্তা দেখাবো কিন্তু সেই রাস্তায় আপনাকেই হাঁটতে হবে। আমাদের সাথে যোগাযোগের মাধ্যম
•বিশ্বাস ইনস্টিটিউট (পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ট্রাস্ট),
পূর্বাশা সিটি (আলীশা বাস স্ট্যান্ডের মেন গেটের উল্টো দিকে)
পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ।
Office : 9339346051 // 9932026688
You Tube 1 : https://www.youtube.com/@BICE_Burdwan
You Tube 2 : https://www.youtube.com/@BICE_Math_Pagla
Google Map : https://maps.app.goo.gl/8WYCoheSrfaiPXN8A
Website : https://www.biswasinstitute.in
email: bicebdn.2012@gmail.com
Our Learning App : https://play.google.com/store/apps/details?id=com.qmzrbs.xjnsjd
NB: আমাদের সমস্ত Course Online ও Offline দুটো মোডেই হয়।
নিজের ক্ষমতাকে বিশ্বাস করুন, আপনার বাবা মা, শিক্ষক এবং গুরুজনের প্রতি শ্রদ্ধা রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, আর নিজের সর্বস্ব দিয়ে নিষ্ঠার সাথে চেষ্টা করে যান, আজ না হয় কাল অবশ্যই সফল হবেন। একদিনে হবে না কিন্তু একদিন নিশ্চিত হবে। আপনার ভাগ্যে যদি সফলতা নাও থাকে তাহলেও আপনার ঈশ্বর নীচে নেমে এসে আপনার ভাগ্য পরিবর্তন করে দিয়ে যাবেন, এটা আমি মনে প্রানে বিশ্বাস করি।
• এই পরীক্ষায় সফল হতে চাইছেন?
• কিন্তু কিভাবে প্রস্তুত করবেন নিজেকে?
• গভীর চিন্তায় আছেন ?
• হয়তো সবকিছু ভুলে বসে আছেন। অংক, ইংরেজি সিলেবাস দেখলেই গায়ে জ্বর আসে।এগুলো নতুন করে ফিরে পেতে এখন কোন কোচিং সেন্টারে যাবেন,
কোথায় গেলে আপনার সময় এবং অর্থ নষ্ট হবে না বুঝতে পারছেন না?
তাহলে শেষ পর্যন্ত পড়ুন, আশা করি কিছুটা সমাধান পাবেন।
• দেখুন পৃথিবীর কোন কোচিং সেন্টারই ভালো বা খারাপ নয়, এটা বেশিরভাগটা নির্ভর করে আপনার উপর। আপনার নিজস্ব প্রচেষ্টাতেই আপনি সফল হতে পারেন।
এবং সেক্ষেত্রে
আপনাকেই সিলেবাস খুঁজতে হবে,
কোনগুলো পড়বেন এবং কোনগুলো বাদ দেবেন সেগুলো আপনাকেই বুঝতে হবে,
নোটপত্র আপনাকেই জোগাড় করতে হবে,
প্রতিটা প্রশ্নের সমাধান আপনাকেই জোগাড় করতে হবে।
এর পরেও
• সম্পূর্ণ পড়াশোনা আপনাকেই করতে হবে,
• সমস্ত কষ্ট আপনাকেই সহ্য করতে হবে।
• আপনজনের অবহেলা আপনাকেই হজম করতে হবে।
• আপনার সামনের হাজার বাধা আপনাকেই বুক দিয়ে ঠেলে সরাতে হবে।
• এক কথায় আপনার ব্যক্তিগত জীবনের সমস্ত প্রতিকূলতা আপনাকেই জয় করতে হবে।
তবে এটাও ঠিক
• এখন চাইলেই আপনি সোশ্যাল মিডিয়াতে সবকিছু পেতে পারেন,
• একটা স্মার্ট ফোন হাতে থাকলেই গোটা পৃথিবী আপনার হাতের মধ্যে এ কথা সত্য,
•চাইলেই আপনি ইউটিউব এ খুঁজে খুঁজে কোয়ালিটি টিচার এবং তাদের পড়ানো সব কিছু পেতে পারেন, কিন্তু তাতে অনেকটা সময় ব্যয় হয়ে যাবে।
• যখন আপনি একটা কোচিং সেন্টারের শরণাপন্ন হবেন তখন সাজানো গোছানো জিনিসটা আপনার সামনে পাবেন। আপনাকে শুধু সেগুলো হজম করতে হবে।
• ভারতবর্ষের অনেক কোচিং সেন্টার আপনাকে অনেক কিছু দেবে। আমি সেই বিষয়ের তর্কে বা প্রতিদ্বন্দিতায় যাচ্ছি না, কারন আমাদের প্রতিদ্বন্দ্বিতা আপনার জীবনের অনেক সময় নষ্ট করে দিতে পারে।
•• কোচিং সেন্টার শুধুমাত্র আপনাকে সঠিক রাস্তা দেখাবো কিন্তু সেই রাস্তায় আপনাকেই হাঁটতে হবে।
• আপনি যদি আমাদের সাথে প্রস্তুতি নিতে চান তাহলে, •
• আপনি আমাদের কাছ থেকে অর্থাৎ বিশ্বাস ইনস্টিটিউট এর কাছ থেকে কি কি পেতে পারেন সে বিষয়ে আমি আপনাকে জানাচ্ছি
Biswas' Institute
• সমস্ত সাবজেক্টের সমস্ত চ্যাপ্টার প্রি রেকর্ডেড ক্লাস হিসেবে পাবেন।
•এই ক্লাস দেখে যদি আপনার কোন প্রশ্ন থাকে বা ডাউট থাকে তাহলে সেই ডাউট ক্লিয়ার করার জন্য সমস্ত সাবজেক্টের সমস্ত টিচারকে নির্দিষ্ট সময় অন্তর লাইভ ক্লাসে সরাসরি আলোচনা করতে পারবেন
• আপনাকে পুরো দমে প্রস্তুতি দিতে সমস্ত বিষয় মিলে 150 টি প্রশ্নের কোয়ালিটি প্রাকটিস সেট দেওয়া হবে, সেই সঙ্গে একটি স্যাম্পেল OMR কপিও দেওয়া হবে, যাতে করে আপনি বাড়িতে বসেই OMR Sheet এ পরীক্ষা দেওয়ার সম্পূর্ণ অনুভূতি উপলব্ধি করতে পারেন।
• এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলির সম্পূর্ণ সমাধান ও দেওয়া হবে।
• যদি কোনো কারণে আপনি লাইভ ক্লাস মিস করে যান তাহলে তার রেকর্ডিং ক্লাস ও 1 ঘণ্টার মধ্যে পেয়ে যাবেন।
•ভর্তি হওয়া থেকে শুরু করে ক্লাস করা পর্যন্ত যেকোন রকম টেকনিক্যাল সমস্যা হলে ইনস্ট্যান্ট টেকনিক্যাল সাপোর্ট পাবেন।
• কোন রকম অফিসিয়াল দরকার থাকলে 9 AM - 6 PM ওভার ফোনে এবং এর পরে দরকার হলে হোয়াটসঅ্যাপ msg এ সম্পূর্ণ সহযোগিতা পাবেন।
• কোর্স ফিজ অবশ্যই আপনার সাধ্যের মধ্যে থাকবে।
• আপনি চাইলে আমাদের ইনস্টিটিউটে এসেও অন্যান্য ব্যাচের ছাত্র-ছাত্রীদের সঙ্গে স্ব শরীরে OMR Sheet এ Mock Test দেওয়ার প্রকৃত অনুভূতি পেতে পারেন। আমাদের অফলাইন মকটেস্ট কেমন হয় সেটা ইউটিউবে দেখতে পারেন। নিচের লিংকে ক্লিক করে।
https://youtube.com/shorts/QtaoC5w57RE?feature=share
আমাদের সাথে যোগাযোগের মাধ্যম
•বিশ্বাস ইনস্টিটিউট,
পূর্বাশা সিটি (আলীশা বাস স্ট্যান্ডের উল্টো দিকে)
পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ।
Office : 9339346051 // 9932026688
You Tube 1 : https://www.youtube.com/@BICE_Burdwan
You Tube 2 : https://www.youtube.com/@BICE_Math_Pagla
Google Map : https://maps.app.goo.gl/8WYCoheSrfaiPXN8A
Website : https://www.biswasinstitute.in
Our Learning App : https://play.google.com/store/apps/details?id=com.qmzrbs.xjnsjd
NB: আমাদের সমস্ত Course Online ও Offline দুটো মোডেই হয়।
নিজের ক্ষমতাকে বিশ্বাস করুন, আপনার বাবা মা, শিক্ষক এবং গুরুজনের প্রতি শ্রদ্ধা রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, আর নিজের সর্বস্ব দিয়ে নিষ্ঠার সাথে চেষ্টা করে যান, আজ না হয় কাল অবশ্যই সফল হবেন। একদিনে হবে না কিন্তু একদিন নিশ্চিত হবে। আপনার ভাগ্যে যদি সফলতা নাও থাকে তাহলেও আপনার ঈশ্বর নীচে নেমে এসে আপনার ভাগ্য পরিবর্তন করে দিয়ে যাবেন, এটা আমি মনে প্রানে বিশ্বাস করি।
@ অলোক রঞ্জন বিশ্বাস, বিশ্বাস ইনস্টিটিউট।
এই কোর্সে সমস্ত সাবজেক্টের সমস্ত চ্যাপ্টার আপনারা প্রি-রেকর্ডেড ভিডিও আকারে পাবেন এবং সেই ভিডিও ক্লাস দেখে যদি কোন ডাউট তৈরি হয় তাহলে সেই ডাউট ক্লিয়ার করার জন্য আপনারা সমস্ত সাবজেক্টের টিচারের কাছে লাইভ ক্লাস পাবেন। রেকরডেড ক্লাস গুলি বিগত বছরের লাইভ ক্লাসের রেকর্ডিং থাকবে।
বিগত বছরের প্রশ্নপত্রের Free Pdf ডাউনলোড করার জন্য, সমস্ত প্রশ্নের সমাধান ভিডিও দেখার জন্য, ডেমো ক্লাস দেখার জন্য এবং এই কোর্সের সমস্ত সাবজেক্টের সমস্ত চ্যাপ্টারের সূচিপত্র দেখার জন্য উপরের Content অপশনে ক্লিক করুন।
*ANM & GNM অনলাইন ব্যাচ যখন ই Admission নেবেন তাখন থেকেই রেকর্ডেড ক্লাস Active হয়ে যাবে কিন্তু প্রয়োজনীয় লাইভ ক্লাস April মাস থেকে নীচের রুটিন অনুযায়ী পাবেন। প্রতিটা রেকর্ডেড ক্লাস খুবই গুরুত্বপূর্ণ তাই কোন ক্লাস মিস করবেন না।
ক্লাস রুটিন
সময় - সকাল 8.00 টা
বুধবার - জেনারেল সাইন্স
সোমবার - অঙ্ক (মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহ) / ইংলিশ (মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহ)
শুক্রবার - GI (মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহ)/ GK (মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহ)
NB: আপনি যদি Slider এ Click করে এখানে আসেন সেক্ষেত্রে Content Option দেখতে পাবেন না, সেক্ষেত্রে App এর Home Page এর Nursing (ANM, GNM, BSc) মেনুতে ঢুকতে হবে।
এই ব্যাচে প্রত্যেক সপ্তাহে Math, English, GK এবং Reasoning মিলে 100 টা প্রশ্নের pdf সেট পাবেন এবং সপ্তাহে 4 দিন রাত্রি 9 টায় সেই সেটের সম্পূর্ণ লাইভ সমাধান পাবেন নির্দিষ্ট সাবজেক্ট এর টিচারের কাছে, তবে লাইভ ক্লাস মিস হয়ে গেলে তার রেকর্ডিং ভিডিও পাবেন। আপনার কোর্সের ভ্যালিডিটি যতদিন থাকবে সমস্ত ভিডিও ততদিন দেখতে পাবেন।
Chapter ভিত্তিক পড়াশোনা আমাদেরকে চাকরির পরীক্ষায় প্রয়োজনীয় প্রশ্নের উত্তর জানতে সাহায্য করে কিন্তু মক টেস্ট আমাদেরকে চাকরি পাওয়ায় তাই সঠিক পদ্ধতিতে কম সময়ে চাকরি পাওয়ার জন্য চ্যাপ্টার ভিত্তিক পড়াশোনা যতটা প্রয়োজন, ঘড়ি ধরে মক টেস্ট দেওয়া ততটাই প্রয়োজন। ছাত্র-ছাত্রীদেরকে সঠিক দিশা দেখাতেই আমাদের এই কোর্সের উৎপত্তি করা হয়েছে।
এই কোর্সের সময়সীমা-- আনলিমিটেড
কোর্স ফীজ প্রতি মাসে 299 টাকা।
প্রতি রবিবার আসন্ন পরীক্ষার লেভেল অনুযায়ী 100 নাম্বারের ফুল Mock Test সেট দেওয়া হবে,
যার মধ্যে ইংরেজি প্রশ্ন থাকবে 25 টি, রিজনিং 25 টি, GK 30 টি ও অঙ্ক 20 টি। আপনারা বাড়িতে বসে ঘড়ি ধরে নিষ্ঠার সাথে মক টেস্ট দেবেন, যেগুলি পারবেন না সেগুলি You Tube, Google বা বিভিন্ন বই থেকে উত্তর খোঁজার চেষ্টা করবেন, এতে নিজের জ্ঞান বাড়বে, কারন কষ্ট করে খোঁজা উত্তর মনে থাকে বেশিদিন। অবশেষে যে যে প্রশ্নের উত্তর আপনারা পারবেন না সেগুলির উত্তর teacher রা লাইভ ক্লাসে সমাধান করাবেন নিচের রুটিন অনুযায়ী ----
Math Booster (Basic to Moderate Level) by Aloke Ranjan ( সম্পূর্ণ Live ক্লাস )
এই কোর্স এর মধ্যে অঙ্কের Chapter ভিত্তিক পাটিগণিত, বীজগণিত এবং পরিমিতি বেসিক থেকে মডারেট লেভেল পর্যন্ত কভার করা হবে। এই কোর্স টি ভালোভাবে শেষ করলে নীচের পরীক্ষা গুলি কভার করা যাবে।
Basics থেকে Moderate Level পর্যন্ত কভার করা এই অংকের কোর্সটি নিম্নলিখিত পরীক্ষাগুলির জন্য সাহায্যকারী হবে।
•WBP/KP Constable and Lady Constable
•WBP/KP SI Preliminary
•WBP/KP SI Mains
•WBP/KP Jail police
•WBPSC Food SI
•WBPSC Clerkship
•WBPSC Miscellaneous
•WBPSC Group D
•Railways NTPC
•Railways Group C & D
•SSC MTS
•All Army Exams
•SLST PT
•ICDS Supervisor
ইত্যাদি।
আরও জানতে আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন।
Mob: 9932026688 & 9339346051
Basics থেকে Moderate Level পর্যন্ত কভার করা এই অংকের কোর্সটি নিম্নলিখিত পরীক্ষাগুলির জন্য সাহায্যকারী হবে।
•WBP/KP Constable and Lady Constable
•WBP/KP SI Preliminary
•WBP/KP SI Mains
•WBP/KP Jail police
•WBPSC Food SI
•WBPSC Clerkship
•WBPSC Miscellaneous
•WBPSC Group D
•Railways NTPC
•Railways Group D
•SLST PT
•ICDS Supervisor
ইত্যাদি।
আরও জানতে আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন।
Mob: 9932026688 & 9339346051
What is an Objective English?
Objective English refers to a type of English language assessment that focuses on testing a candidate's knowledge and skills in English grammar, vocabulary, and comprehension through multiple-choice questions (MCQs) or other objective formats.
প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংরেজি কেন গুরুত্বপূর্ণ?
ইংরেজি ভাষা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি যোগাযোগে সাহায্য করে। সারা বিশ্বে যেকোনো বিষয় অধ্যয়নের জন্য এটি প্রধান ভাষা। শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষা গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের মনকে প্রশস্ত করে, আবেগগত দক্ষতা বিকাশ করে, চাকরির সুযোগ প্রদানের মাধ্যমে জীবনের মান উন্নত করে।
তাছাড়া, আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির ব্যবহার সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে কারণ এটি অনেক দেশে যোগাযোগের একমাত্র মাধ্যম। সাহিত্য ও গণমাধ্যম বিভাগেও বই প্রকাশের জন্য ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয়, বেশিরভাগ লেখক ইংরেজি ভাষায় লেখেন কারণ পাঠকদের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ কেবল ইংরেজি ভাষা জানেন এবং তারা তাদের ধারণাগুলি ইংরেজি ভাষায় সবচেয়ে ভালোভাবে বর্ণনা করতে পারেন।
Objective English plays a crucial role in competitive exams:
Essential for competitive exams: Objective English is a crucial component of many competitive exams, including:
ইংরেজি শেখার জন্য ব্যবহারিক টিপস
English syllabus and topics you can expect:
I. Grammar:
II. Competitive/Functional English:
III. Vocabulary:
IV. Reading Comprehension:
V. Other Important Topics:
Reasoning-এর অর্থ:
Reasoning হল একটি পদ্ধতি যার মাধ্যমে একটি সুচিন্তিত মতামত বা বিচার বা উপসংহার প্রস্তুত করা যায়, যা একটি যুক্তি নির্ভরতার ওপর প্রতিষ্ঠিত।
Reasoning-এর প্রকারভেদ:
Reasoning মূলত তিন প্রকার-Verbal Reasoning, Analytical Reasoning এবং Non-verbal Reasoning. Verbal Reasoning হল কিছু শব্দ, বর্ণগুচ্ছ অথবা সংখ্যাগুচ্ছের ওপর নির্ভর করে কোনো ধারণা বা উপসংহার প্রস্তুত করা। Analytical-এর ক্ষেত্রে বিবৃতি বিশ্লেষণ করে সমস্যার সমাধান করা হয়, Non-verbal Reasoning হল কয়েকটি চিত্র বা diagram-এর সাহায্যে বিশ্লেষণ করে বিভিন্ন সমস্যার সমাধান করা।
বর্তমান সময়ে কর্মক্ষেত্রে প্রবেশ করার জন্য একজন প্রার্থীকে প্রতিযোগিতামূলক পরীক্ষা নামক একটি অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে নিজের যোগ্যতাকে প্রমাণ করতে হয়। বর্তমানে এমন কোনো সরকারি চাকুরি নেই যা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে সরাসরি অর্জন করা যায়। একটি পদের জন্য লক্ষ লক্ষ পরীক্ষার্থী প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, সুতরাং, একটি চাকুরির জন্য কী বিপুল পরিমাণ পরিশ্রম করতে হয়, তা সহজেই অনুধাবন করা যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় Reasoning (GI) বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন- PSC, SSC, Railway, WBCS, WBP, Bank ইত্যাদি পরীক্ষায় GI অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
প্রতিযোগিতামূলক পরীক্ষায় Reasoning-এর গুরুত্ব:
Reasoning হল পরীক্ষার্থীদের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তি বিচারের মাধ্যম। প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারাই সফলতা অর্জন করতে পারে যারা একাধারে অন্যদের তুলনায় অনেক বেশি পারদর্শী এবং যাদের বিশ্লেষণ করার ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় Reasoning হল পরীক্ষার্থীদের IQ পরিমাপের মানদণ্ড। সুতরাং, সঠিকভাবেই বোঝা যাচ্ছে যে Reasoning সম্বন্ধে সঠিক ধারণা না থাকলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যলাভ করা দুঃস্বপ্ন হয়ে উঠবে। তাই সমস্ত পরীক্ষার্থীদের Reasoning বিষয়ে স্বচ্ছ ধারণা তৈরি করা আমাদের প্রধান উদ্দেশ্য।
কিছু গুরুত্বপূর্ণ Tips:
Reasoning-এ সাফল্যলাভের একমাত্র উপায় হল প্রতিটি প্রশ্নকে উপযুক্ত চিন্তাশক্তি প্রয়োগের দ্বারা বিশ্লেষণ করা। নিয়মিত অনুশীলন ব্যতীত Reasoning-এর ভীতি দূর করা কোনোমতেই সম্ভব নয়। এক্ষেত্রে ঘড়ি ধরে চর্চা করা একান্ত আবশ্যক। কঠিন প্রশ্নগুলিকে নিরন্তর ঘড়ি ধরে চর্চা করাই দ্রুততার সাথে Reasoning বিষয়টি আয়ত্ত করার একমাত্র উপায়।
Reasoning -এর অন্তর্ভুক্ত সূচিপত্র হলো:
VERBAL REASONING
1. সংখ্যা শ্রেণি (NUMBER SERIES)
2. বর্ণ শ্রেণি (ALPHABET SERIES)
3. শ্রেণিবিভাজন (CLASSIFICATION)
4. সাদৃশ্য (ANALOGY)
5. সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ (CODING AND DECODING)
6. দিকনির্ণয়-সংক্রান্ত সমস্যা (PROBLEMS BASED ON DIRECTION)
7. ভেনচিত্র (VENN DIAGRAMS)
8. লুপ্ত সংখ্যা নির্ণয় (FINDING THE MISSING NUMBER)
9. শব্দ গঠন (WORD FORMATION)
10. বর্ণমালা-সংক্রান্ত সমস্যা (PROBLEMS BASED ON ALPHABET)
11. সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস (NUMBER AND TIME SEQUENCES)
12. ক্রম নির্ণয় (RANKING OR ORDER DETERMINATION)
13. গাণিতিক ক্রিয়া (MATHEMATICAL OPERATIONS)
14. যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস (LOGICAL ARRANGEMENT OF WORDS)
15. রক্তের সম্পর্ক (BLOOD RELATIONS)
16. আসন বিন্যাস (SITTING ARRANGEMENT)
17. পাজল টেস্ট (PUZZLE TEST)
18. ডেটা সাফিসিয়েন্সি (DATA SUFFICIENCY)
ANALYTICAL REASONING
1. অনুমান বাক্য (SYLLOGISM)
2. বিবৃতি ও অনুমান (STATEMENT AND ASSUMPTION)
3. বিবৃতি ও সিদ্ধান্ত (STATEMENT AND CONCLUSION)
4. বিবৃতি ও কার্যধারা (STATEMENT AND COURSE OF ACTION)
NON-VERBAL REASONING
1. দর্পণ প্রতিবিম্ব (MIRROR IMAGE)
2. জল প্রতিবিম্ব (WATER IMAGE)
3. অসম্পূর্ণ চিত্র সম্পূর্ণকরণ (COMPLETION OF INCOMPLETE FIGURES)
4. কাগজ ভাঁজকরণ (PAPER FOLDING)
5. কাগজ কর্তন (PAPER CUTTING)
6. গ্রথিত চিত্র শনাক্তকরণ (SPOTTING OUT THE EMBEDDED FIGURES)
7. চিত্রদল গঠন (GROUPING OF FIGURES)
8. জ্যামিতিক চিত্র গণনা (COUNTING OF GEOMETRICAL FIGURES)
9. শ্রেণি (SERIES)
10. সাদৃশ্য (ANALOGY)
11. শ্রেণিবিভাজন (CLASSIFICATION)
12. ঘনক ও ছক্কা (CUBE AND DICE)